নিজস্ব সংবাদদাতা : শনিবার ভোরে ইউক্রেনের খারকিভ শহরে ব্যাপক রুশ হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আর এবার এই বিষয়ে মুখ খুললেন খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ। তিনি বলেন,''একসাথে মিসাইল, ড্রোন ও গাইডেড বোমা দিয়ে খারকিভ শহরে হামলা চালানো হয়েছে। যুদ্ধ শুরুর পর খারকিভ শহরের ওপর এটাই ছিল সবচেয়ে শক্তিশালী রুশ হামলা। এটি আসলে নিরীহ মানুষের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাস।”
/anm-bengali/media/media_files/2025/05/10/Wocp1sJiAdHw9niQOPeE.jpg)