BREAKING: বাইরের কোনও হুমকি মেনে নেবে না স্বাধীন রাষ্ট্র ব্রাজিল ! ট্রাম্পকে কড়া বার্তা দিলেন প্রেসিডেন্ট লুলা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
8zDmq41M

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রাজিলের পণ্যের উপর ৫০% শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। আর এবার এই বিষয়েই ট্রাম্পকে এক কড়া বার্তা দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,''ব্রাজিল একটি সার্বভৌম রাষ্ট্র। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা বিচারব্যবস্থায় কোনও রকম হস্তক্ষেপ আমরা সহ্য করব না। বাইরের কোনও হুমকি বা চাপ আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারবে না।'' এরপর ট্রাম্পের বাণিজ্য ভারসাম্য নিয়ে করা দাবি খারিজ করে তিনি বলেন,''এই শুল্ক বৃদ্ধি ব্রাজিলের ‘Economic Reciprocity Law’-এর আওতায় যথাযথভাবে মোকাবিলা করা হবে।”

brazil president