লস্করের শীর্ষ জঙ্গি পাকিস্তানেই খুন! কোন গোপন তথ্য ফাঁসের ভয়?

লস্কর-ই-তইবা (LeT)-র শীর্ষ নেতা সাইফুল্লাহ খালিদ পাকিস্তানের সিন্ধ প্রদেশে খুন হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
let terrorist

নিজস্ব সংবাদদাতা: ভারতের একাধিক বড়সড় জঙ্গি হামলার মূল চক্রী লস্কর-ই-তইবা (LeT)-র শীর্ষ নেতা সাইফুল্লাহ খালিদ পাকিস্তানের সিন্ধ প্রদেশে নিহত হয়েছে।  অজ্ঞাতপরিচয়ের আততায়ীদের হামলায় তার মৃত্যু হয়।

খালিদের বিরুদ্ধে তিনটি বড় হামলার ষড়যন্ত্রকারী হওয়ার অভিযোগ রয়েছে। ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (ISC)-এ হামলা, ২০০৬ সালে নাগপুরে আরএসএস হেডকোয়ার্টারে হামলা এবং ২০০৮ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি আক্রমণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই হামলাগুলিতে বহু মানুষের মৃত্যু হয় এবং ভারতের অভ্যন্তরে LeT-র কার্যকলাপে বড়সড় পরিবর্তন ঘটে।

let leader murder

সাইফুল্লাহ বহু বছর নেপালে “বিনোদ কুমার” ছদ্মনামে লুকিয়ে ছিল। সেখানেই এক স্থানীয় মহিলা নগমা বানুকে বিয়ে করে সে। নেপাল থেকেই লস্করের জন্য লোক জোগাড় ও সংগঠনের নানা কাজ চালাত সে। সম্প্রতি সে পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাদিন জেলার মাতলি এলাকায় ঘাঁটি গেড়েছিল। সেখান থেকেই LeT ও জামাত-উদ-দাওয়া-র হয়ে নিয়োগ, অর্থ সংগ্রহ ও জঙ্গি কার্যকলাপ চালাত বলে জানা গেছে।

অন্যদিকে, গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তাবাহিনীর  এনকাউন্টারে আরও তিনজন লস্কর জঙ্গির মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিল LeT-র অপারেশনস কমান্ডার শাহিদ কুট্টে। তার সঙ্গে নিহত হয় আদনান শফি ও আহসান উল হক শেখ । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একে সিরিজ রাইফেল, প্রচুর গুলি, গ্রেনেড এবং যুদ্ধোপযোগী সামগ্রী।