লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ ! মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা বৃদ্ধি

ফের যুদ্ধের বাজনা ?

author-image
Debjit Biswas
New Update
air strike.jpg

নিজস্ব সংবাদদাতা : গতকাল সোমবার গভীর রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দু'জন নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রক। এদিকে, ইসরায়েল দাবি করেছে তারা এই হামলায় হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যা করেছে।

এই বিষয়ে লেবাননের তরফ থেকে প্রাথমিকভাবে জানা গেছে যে, নাবতিয়েহ (Nabatiyeh) জেলার দুয়েইর শহরে "ইসরায়েলি শত্রুর হামলায়" একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (NNA) জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন দুয়েইরে একটি গাড়িতে লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। এছাড়াও বিন্ত জেবেইল (Bint Jbeil) জেলার আইতা আল-শাব শহরে দ্বিতীয় হামলায় আরও একজন নিহত হয়েছেন।

lebanon .jpg

অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা মোহাম্মদ আলি হাদিদ নামে এক ব্যক্তিকে হত্যা করেছে। ইসরায়েলের অভিযোগ, হাদিদ "হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের নাবতিয়েহ এলাকার একজন কমান্ডার" ছিলেন এবং তিনি "হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো কেন্দ্রগুলি পুনরায় প্রতিষ্ঠা করার" চেষ্টা করছিলেন।

এই সীমান্ত সংঘর্ষে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যুদ্ধের উত্তাপ আর কেবল গাজাতেই সীমাবদ্ধ থাকছে না।