নিজস্ব সংবাদদাতা : একটি বড় পরিসরের বন্দি বিনিময় এবং মৃত সৈনিকদের দেহ ফেরতের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে ইউক্রেন। আজ শনিবার ইউক্রেনের বিরুদ্ধে ঠিক এমনই অভিযোগ করলো রাশিয়া। এই বন্দি বিনিময় চুক্তিটি ইস্তাম্বুলে হওয়া শান্তি আলোচনার সময় এই দুই দেশের মধ্যে হয়েছিল। এই বিষয়ে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, "ইউক্রেন পক্ষ হঠাৎ করেই বন্দি ও মৃতদেহ গ্রহণের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।" গত সোমবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, যুদ্ধে যেসমস্ত সৈনিক আহত হয়েছেন এবং যাদের বয়স ২৫ বছরের কম, তাদের বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হবে।
/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)