New Update
/anm-bengali/media/media_files/We18kT5bUrIB4MkHFaYV.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে বিশাল ব্যবধানে জয় পেল ত্রিবাগো নাইট রাইডার্স। বার্বাডোস রয়্যালসকে ১৩৩ রানে পরাজিত করলো কাইরন পোলার্ডের দল। তবে এই ম্যাচে গুরুত্বপূর্ণ বিষয় হল, শতরান করেন মার্টিন গাপ্তিল। আর তাতেই বড় রানে পৌঁছে যায় নাইট রাইডার্স। ফলে বার্বাডোস আর সেই রান তাড়া করতে পারেনি।
মাত্র ৬১ রানে অল আউট হয়ে যায় তারা। তবে অবশ্যই বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওয়াকার সালামখেইল এবং আন্দ্রে রাসেল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us