New Update
/anm-bengali/media/media_files/2025/03/30/n4G8z4GbBim8oztAibBk.jpg)
নিজস্ব সংবাদদাতা : গত রাতে ইউক্রেনের খারকিভ শহরের একটি সামরিক হাসপাতালে রাশিয়ার ড্রোন হামলা হয়েছে। এতে চিকিৎসাধীন সৈন্যরা আহত হয়েছেন। এছাড়াও হাসপাতাল ও আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের গভর্নর জানিয়েছেন, ড্রোন হামলায় দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ইউক্রেন বলছে, এটি ইচ্ছাকৃত হামলা।
/anm-bengali/media/media_files/2025/02/01/3mDZlQFbQuP92IR1rxOm.jpg)
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, এক সপ্তাহে রাশিয়া ১,০০০-এর বেশি ড্রোন ও শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্রমশই হামলার মাত্রা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, 'রাশিয়া একদিকে শান্তি আলোচনার কথা বলছে, অন্যদিকে ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।'
Ukraine has accused Russia of committing a war crime after a Russian drone struck a military hospital in Kharkiv overnight. https://t.co/AH0zXge9T8
— ABC News (@ABC) March 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us