ঢাকায় আগুনে পুড়ে মৃত পুলিশ, পুলিশের হাতেই হাতকড়া!

থানায় ঢুকে তাণ্ডব চালায় মানুষজন। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
gesrnger

নিজস্ব সংবাদদাতা: আজ সকালেই বাংলাদেশের রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে তিনজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। দুই মৃতদেহের পরনে পুলিশের পোশাক রয়েছে। এক মৃতদেহের হাতে আবার হাতকড়া!

11 cases filed against 547 for police, BNP clashes in Dhaka | Prothom Alo

এই থানার সামনে অন্তত সাত থেকে আটটি পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পোড়া গাড়ি থেকে বিভিন্ন জিনিস লুট করেও নিয়ে গেছে তারা।

bangladeshstudentmovement-ezgif.com-resize

থানার ভেতরে ঢুকেও তাণ্ডব চালাতে দেখা গেছে মানুষজনকে। সূত্রের খবর এই ঘটনায় প্রায় ১৫ জনেরও বেশি পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।

Adddd