New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ফের একবার ব্যর্থ হয়ে গেল জাপানের চন্দ্র অভিযান। আজ একথা নিজেই ঘোষণা করলো জাপানের মহাকাশ সংস্থা আইস্পেস (ispace)। গতকাল জাপানের মহাকাশ সংস্থা আইস্পেস (ispace) চাঁদের মাটিতে তাদের রোবট ল্যান্ডার ‘Resilience’ নামানোর চেষ্টা করেছিল। কিন্তু চাঁদের মাটিতে নামার পরই ল্যান্ডারটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় এই মহাকাশ সংস্থার। এই বিষয়ে আইস্পেস (ispace) তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছে, “আমরা এখনও ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।” তবে কন্ট্রোল রুমে থাকা ইঞ্জিনিয়াররা এই বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগেও ২০২৩ সালে চাঁদে অবতরণের বিষয়ে ব্যর্থ হয়েছিল জাপান।
/anm-bengali/media/post_banners/TaoVX1VwvtBL259epVSI.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us