BREAKING: ব্যর্থ হল জাপানের চন্দ্রাভিযান ! ‘সাকসেস ৯’ মিশন শেষ করার ঘোষণা করলো আইস্পেস (ispace)

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: এবার জাপানের চন্দ্রাভিযান সম্পর্কে এক ওর আপডেট দিল জাপানি মহাকাশ সংস্থা আইস্পেস (ispace) । আজ সকালেই এই সংস্থা ঘোষণা করেছে যে, তাদের চন্দ্রাভিযান ‘সাকসেস ৯’ মিশন আর সফলভাবে শেষ করা সম্ভব নয়। ৬ জুন, ২০২৫, সকাল ৮টার সময়ের রিপোর্ট অনুযায়ী, এই সংস্থা জানিয়ে দিয়েছে যে,''ল্যান্ডারের সাথে যোগাযোগ স্থাপন করা আর কোনওভাবেই সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন মিশন কন্ট্রোলাররা। তাই মিশনটি এখানেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'' এই বিষয়ে আইস্পেস (ispace)-এর প্রতিষ্ঠাতা ও সিইও তাকেশি হাকামাদা বলেন,“যেহেতু এখন আর সফলভাবে চাঁদের মাটি ছোঁয়ার কোনও সম্ভাবনাই নেই, তাই এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব এখনও পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য বিশ্লেষণ করা এবং মূল সমস্যা কোথায় হয়েছে তা খুঁজে বের করা।”

ফের স্পেসে যেতে প্রস্তুত Space X