চীনা যুদ্ধবিমানের রাডার নিশানায় জাপান! টোকিওর ক্ষোভে তপ্ত এশিয়া

চীনা যুদ্ধবিমান জাপানি সামরিক বিমানের দিকে দু’বার রাডার লক্ষ্য করায় জাপানের তীব্র প্রতিবাদ। টোকিও বলছে, এটি অত্যন্ত বিপজ্জনক ও অপ্রয়োজনীয় পদক্ষেপ।

author-image
Tamalika Chakraborty
New Update
xi jinping

নিজস্ব সংবাদদাতা: জাপান জানিয়েছে, চীনের যুদ্ধবিমান তাদের সামরিক বিমানের দিকে পরপর দু’বার রাডার লক্ষ্য করেছে। টোকিওর অভিযোগ, এই আচরণ একেবারেই অপ্রয়োজনীয় এবং নিরাপদ উড়ানের নিয়মের বাইরে। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেন, এই রাডার লক্ষ্য করা অত্যন্ত বিপজ্জনক কাজ এবং কোনও ভাবেই তা গ্রহণযোগ্য নয়। তিনি জানান, শনিবারের এই “গভীরভাবে দুঃখজনক” ঘটনার জন্য জাপান চীনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

japan pm q

ঘটনার পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।