BREAKING: বাংলাদেশেও চালু হবে তালিবানি শাসন ! ভয়ঙ্কর দাবি করলেন জামাত নেতা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার বাংলাদেশে তালিবান-শাসিত আফগানিস্তানের মতো শাসনব্যবস্থা কায়েম করার দাবি জানালেন জামাত-চরমোনাইয়ের নেতা পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল। তিনি বলেন,''যদি জাতীয় নির্বাচনে জিতে সরকার গঠন করি, তাহলে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিয়ত আইন চালু করবে। আমাদের বাংলাদেশেও আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থা অনুসরণ করা হবে।'' এরপর হিন্দুদের নিয়ে তিনি বলেন,''যদি আমরা ক্ষমতায় আসি, তাহলে হিন্দুরাও আমাদের চালু করা শরিয়ত আইনে সমস্ত অধিকার পাবে। অন্যান্য সংখ্যালঘুদের অধিকারও কার্যকর করা হবে।”

taleban