/anm-bengali/media/media_files/QzcPzL7mZ3UJWaO7HqJn.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এক চাঞ্চল্যকর মোড়— অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে গোপনে বৈঠক করলেন বিএনপি ও জামায়াতের ইসলামির শীর্ষ নেতারা। জানা গিয়েছে ড. ইউনুস পদত্যাগের কথা ভাবছেন, এই পরিস্থিতিতে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিএনপি।
সূত্রের খবর, শনিবার ঢাকার সময় বিকেল ৪:৩০টায় বিএনপি-র গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানে সরকারের ভূমিকা, নিরাপত্তা পরামর্শদাতাদের প্রভাব এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে।
/anm-bengali/media/media_files/2024/12/19/7apVRPafcKI1gAsQOtNF.jpg)
বিএনপি পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমানকে অবিলম্বে অপসারণ করতে হবে। পাশাপাশি তাঁর দুই ঘনিষ্ঠ উপদেষ্টা— আসিফ ও মাহফুজকেও বরখাস্তের দাবি জানানো হয়েছে। বিএনপির দাবি, এদের উপস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।
এই পরিস্থিতিতে ড. ইউনুস আদৌ দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us