জামায়াত-বিএনপি-ইউনুস এক ফ্রেমে? বাংলাদেশের রাজনীতিতে নয়া নাটক

মহম্মদ ইউসনুসের সঙ্গে গোপন বৈঠক করলেন জামায়াত ও বিএনপির নেতারা।

author-image
Tamalika Chakraborty
New Update
yunus

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এক চাঞ্চল্যকর মোড়— অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে গোপনে বৈঠক করলেন বিএনপি ও জামায়াতের ইসলামির শীর্ষ নেতারা। জানা গিয়েছে ড. ইউনুস পদত্যাগের কথা ভাবছেন, এই পরিস্থিতিতে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিএনপি।

সূত্রের খবর, শনিবার ঢাকার সময় বিকেল ৪:৩০টায় বিএনপি-র গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানে সরকারের ভূমিকা, নিরাপত্তা পরামর্শদাতাদের প্রভাব এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে।

Yunus

বিএনপি পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমানকে অবিলম্বে অপসারণ করতে হবে। পাশাপাশি তাঁর দুই ঘনিষ্ঠ উপদেষ্টা— আসিফ ও মাহফুজকেও বরখাস্তের দাবি জানানো হয়েছে। বিএনপির দাবি, এদের উপস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।

এই পরিস্থিতিতে ড. ইউনুস আদৌ দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর।