আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে ! দুর্গাপূজা নিয়ে বড় মন্তব্য করলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

কি বললেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-17 at 7.04.21 PM (1)

BD

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। কোনো ধরনের কোনো হামলা, হুমকি নেই। বুধবার বিকেলে ঢাকার রমনা কালিমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। এ সময় তিনি এবছরের পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি, বাজেট বাড়ানো, নিরাপত্তা নিশ্চিতে অ্যাপস প্রণয়নের তথ্য তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রস্তুতি কেমন, তা দেখতে আমি এখানে এসেছি। গতবারের চেয়ে এবারের পূজা আরও ভালোভাবে হবে এবং উৎসবমুখর হবে। তিনি বলেন, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান।  তিনি বলেন, গতবার থেকে পূজা মণ্ডপের সংখ্যা বাড়ানো হয়েছে। পূর্বে সরকার ২ কোটি টাকা দিত। গতবার ৪ কোটি টাকা দিয়েছে। এবার পাঁচ কোটি টাকা দিয়েছে।


রমনা কালিমন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস বলেন, আমাদের পাশের বাড়ি থেকে ঢিল আসে। ভারত থেকে শুভেন্দু বারবার বলে, হিন্দুরা শান্তিতে নেই। শান্তিতে না থাকলে পূজা পালন কীভাবে হয়? এবার ৩৩ হাজার মণ্ডপ হলো কীভাবে? শুভেন্দুকে বাংলাদেশে নিমন্ত্রণ জানাচ্ছি-আপনি এসে দেখে যান।

WhatsApp Image 2025-09-17 at 7.04.08 PM
BD


বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এস. এন. তরুণ দে বলেন, আপনারা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন না। ৫ আগস্টের পর খবর হয়েছে, হাজার হাজার হিন্দু বাংলাদেশ থেকে দিয়ে ভারত চলে যাচ্ছে। আমরা সরেজমিনে গিয়ে দেখলাম, ফেইক নিউজ ছিল। 
এদিকে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা নিরাপদে সুন্দরভাবে উদযাপিত হবে। পুলিশ পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।