New Update
/anm-bengali/media/media_files/2025/07/11/screenshot-2025-07-11-am-2025-07-11-02-01-25.png)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইতালি ওডেসা শহরের পুনর্গঠনের পৃষ্ঠপোষকতা নিতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, “ইতালি ওডেসার পুনর্গঠনে নেতৃত্ব দিতে রাজি হয়েছে। এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা।”
/anm-bengali/media/post_attachments/7b5a9080-b30.png)
রাশিয়ার আক্রমণে ওডেসা শহরের বহু ঐতিহাসিক ভবন ও অবকাঠামো ধ্বংস হয়েছে। ইতালির এই সহযোগিতা সাংস্কৃতিক ও মানবিক পুনর্গঠনে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে কিয়েভ।
ইতালি এর আগেও ইউক্রেনের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছে।
⚡️ Italy is ready to take patronage of Odesa's restoration, Zelenskyy said after meeting with Prime Minister Meloni. pic.twitter.com/Icxn1XlNWi
— BLYSKAVKA (@blyskavka_ua) July 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us