বেশিক্ষণ লাগবে না বাংলাদেশের মানচিত্র একটু ছোট করতে- সবচেয়ে বড় হুমকি

কোন হুমকি পেল বাংলাদেশ?

author-image
Aniket
New Update
yunus dfg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার বাংলাদেশকে সোজা হুমকি দিল তরুণজ্যোতি তিওয়ারি। 

তিনি বলেছেন, "যারা বারবার ভারতের “চিকেন নেক করিডোর” নিয়ে হুমকি দেন, তাঁদের মনে রাখা উচিত এই ভৌগোলিক তথ্যগুলো:

1️⃣ বাংলাদেশেরও দুটি নিজস্ব “চিকেন নেক” করিডোর আছে। এবং দুটি ভারতের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

2️⃣ প্রথমটি হল উত্তর বাংলাদেশের ৮০ কিমি দীর্ঘ করিডোর — দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম গারো হিলস পর্যন্ত। এই অংশে সামান্য বিঘ্ন ঘটলেও গোটা রংপুর বিভাগ বাকি বাংলাদেশের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

3️⃣ দ্বিতীয়টি হল মাত্র ২৮ কিমি দৈর্ঘ্যের চট্টগ্রাম করিডোর — দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ভারতের শিলিগুড়ি করিডোরের থেকেও ছোট এই করিডোরই বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী (চট্টগ্রাম) এবং রাজনৈতিক রাজধানী (ঢাকা)-র একমাত্র সংযোগপথ।

শিলিগুড়ি করিডোর যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই আমাদের প্রতিবেশী দেশের মধ্যেও রয়েছে দুটি সংকীর্ণ করিডোর।

এখন সময় এসেছে রংপুর ও চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করার।

বাংলাদেশকে শুধু একটা কথা মনে করিয়ে দেবো, কাচের ঘরে থেকে ঢিল ছুটতে নেই। ভারতবর্ষ বাংলাদেশকে জন্ম দিয়েছিল, বেশিক্ষণ লাগবে না বাংলাদেশের মানচিত্র একটু ছোট করতে"।

tarunjyotir1.jpg

তরুণজ্যোতির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।