গোপন বৈঠকে ব্রিটেন-ইজরায়েলের প্রধানমন্ত্রী, অব্যাহত গোলাগুলি, হামলা

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইজরায়েলে পৌঁছেছেন। হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং এমন পরিস্থিতিতে বাইডেনের পর সুনাকের ইসরায়েলে আগমনও একটি বড় বার্তা দেয়।

author-image
SWETA MITRA
New Update
benja rishi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে (Israel) হাজির হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। জানা গিয়েছে, ইজরায়েলেরপ্রধানমন্ত্রীবেনিয়ামিননেতানিয়াহু (Benjamin Netanyahu)বর্তমানেজেরুজালেমেপ্রধানমন্ত্রীরকার্যালয়েব্রিটিশপ্রধানমন্ত্রীঋষিসুনাকেরসাথেএকান্তবৈঠককরছেন।