নিজস্ব সংবাদদাতা: শনিবার ভোরে ইরান ও ইজরায়েল একে অপরের উপর বিমান হানা চালিয়ে পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে ঠেলে দিল। ইজরায়েল প্রথমে ইরানের উপর ইতিহাসের অন্যতম বড় সামরিক আক্রমণ চালায়। এই অভিযানের উদ্দেশ্য ছিল—ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা।
ইজরায়েলের এই আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ভোররাতে ইরানি মিসাইল ও রকেট আঘাত হানে ইজরায়েলের দুই গুরুত্বপূর্ণ শহর—তেল আভিভ ও জেরুজালেমে। এতে বহু মানুষ আহত হন।
ইজরায়েল শুক্রবার প্রথম দফায় ইরানকে লক্ষ্য করে হামলা শুরু করে। এরপর একাধিক দফায় আক্রমণ চলে, যার মধ্যে শনিবার সকালেও ছিল একটি নতুন দফা। এখনও পর্যন্ত কমপক্ষে ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা অনেক বেশি।
এই সংঘর্ষ আন্তর্জাতিক মহলে প্রবল উদ্বেগ তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us