BREAKING: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চাইছে ইজরায়েল! প্রতিনিধিদল পাঠাতে ইচ্ছুক

কোন দেশে প্রতিনিধি পাঠাবে ইজরায়েল?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণের পর যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে সোমবার কাতারের রাজধানীতে একটি প্রতিনিধিদল পাঠাবে ইজরায়েল, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে।

Israeli delegation heads to Doha for hostage talks Monday after security  cabinet okay | The Times of Israel

হামাসের সাথে সরাসরি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার পর এটি করা হয়েছে, যা ইজরায়েলকে বিরক্ত করেছে বলে জানা গেছে।