/anm-bengali/media/media_files/zoXrz2g32fEiWjRGmxRw.webp)
নিজস্ব সংবাদদাতা: ইরানের জনগণের উদ্দেশ্যে তীব্র বার্তা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, "আপনার সিরিয়ায় অত্যাচারী আসাদকে সমর্থন করতে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে। মাত্র ১১ দিনের লড়াইয়ের পরে তাঁর শাসন ধুলায় পড়ে গেছে।" প্রসঙ্গত, ১১ দিনের বিদ্রোহীদের লড়াইয়ে আসাদ সরকারে পতন হয়েছে। বিদ্রোহীরা বর্তমানে সিরিয়ায় ক্ষমতায় রয়েছে। আসাদ সরকার পদত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নিয়েছে। এই প্রসঙ্গে ইজরায়েলের তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছে, ইরান ও রাশিয়া নিজেদের যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় সিরিয়ায় দিকে নজর দিতে পারেনি। সেখান থেকেই সিরিয়া সরকারের পতন হয়েছে। ৫০ বছর ধরে বিদ্রোহীরা সিরিয়ায় আসাদ পরিবারের বিরুদ্ধে লড়াই করে আসছে।
/anm-bengali/media/media_files/AnPHveiqcmvTEaEGgYnK.jpg)
Prime Minister Netayahu's Message to the Iranian People:
— Prime Minister of Israel (@IsraeliPM) December 12, 2024
"Your oppressors spent over 30 billion dollars supporting Assad in Syria. After only 11 days of fighting, his regime collapsed into dust." pic.twitter.com/njhjXyHmmF
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us