গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল! ৬০ দিনের যুদ্ধবিরতিও অনিশ্চিত—ভয়াবহ অচলাবস্থা দোহা বৈঠকে!

গাজায় যুদ্ধ বিরতি ঘোষণায় এখন প্রধান বাধা ইজরায়েল।

author-image
Tamalika Chakraborty
New Update
Gaza


নিজস্ব সংবাদদাতা: ফের মুখ থুবড়ে পড়ল ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির আলোচনা। দোহায় চলা পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্রের সক্রিয় সহায়তা ও কাতারের মধ্যস্থতা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে কোনও চুক্তি হয়নি। প্রধান বিরোধিতার কারণ—গাজার কতটা এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে, তা নিয়ে চরম দ্বন্দ্ব।

সূত্র বলছে, ইসরায়েল একটি ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যেখানে ধাপে ধাপে সেনা প্রত্যাহার ও বন্দি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী গাজার প্রায় ৪০ শতাংশ অংশে তারা সামরিক উপস্থিতি রাখতে চায়—যার মধ্যে দক্ষিণের রাফা অঞ্চল পুরোপুরি এবং উত্তরের ও পূর্বের বিশাল অংশও রয়েছে।

israel

এই মানচিত্র ও শর্তে একপ্রকার বিস্মিত হামাস। এক ফিলিস্তিনি সূত্র জানায়, হামাস এই মানচিত্র একেবারে নাকচ করে দিয়েছে। তাদের মতে, এটি কোনও যুদ্ধবিরতির প্রস্তাব নয়, বরং গাজার দীর্ঘমেয়াদি দখলের ষড়যন্ত্র।

শনিবার পর্যন্ত আলোচনা চলেছে, তবে রীতিমতো দোষারোপের খেলায় নেমেছে উভয় পক্ষ। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাস নিজের দাবিতেই অনড়। আবার ফিলিস্তিনি প্রতিনিধিরা বলছেন, ইসরায়েলের ‘গাজা ছাড়বে না’ মনোভাবই আলোচনার সবচেয়ে বড় বাধা।

এই আলোচনার অচলাবস্থা গাজা যুদ্ধের ভবিষ্যতকে আরও অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। লাখ লাখ গাজার নাগরিক ধ্বংসস্তূপের মধ্যে দিন কাটাচ্ছেন, অথচ যুদ্ধ থামার কোনও সুনির্দিষ্ট ইঙ্গিত নেই।