New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার ইরানের ওপর ব্যাপক মাত্রায় হামলা চালালো ইসরায়েল। আজ এই বিষয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) জানিয়েছে,''আমরা এখন ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিমান হামলা চালাচ্ছি। আমাদের এই হামলায় মূলত এই অঞ্চলে স্থিত ইরানের মিলিটারি কেন্দ্রগুলিকে নিশানা করা হচ্ছে।'' ইসরায়েলের এই হামলার ফলে ইরান-ইসরায়েল সংঘাত, আরও তীব্র আকার ধারণ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/31/ZETpCnwDOzxVlw1NF6Bv.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us