New Update
/anm-bengali/media/media_files/U2PBbpemHwbeuf50MgTg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তিন দিনের সফরে মঙ্গলবার ভারতে আসবেন। তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এলি কোহেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ইন্ডিয়া-ইসরায়েল বিজনেস ফোরামেও যোগ দেবেন। ইসরায়েল এক্সপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইন্সটিটিউট আগামী ৯ মে নয়াদিল্লিতে এলি কোহেনের সঙ্গে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছে।
জয়শঙ্করের সঙ্গে বৈঠক এবং সিআইআই ইন্ডিয়া-ইসরায়েল বিজনেস ফোরামে যোগ দেওয়ার পর কোহেন ১০ মে অনুষ্ঠেয় একটি অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যায় আগ্রার উদ্দেশে রওনা হবেন। আগ্রায় বাগদান শেষে ১০ মে দিল্লিতে ফিরবেন তিনি। একটি অনুষ্ঠানে যোগ দিতে ১১ মে মুম্বই যাবেন তিনি। আগামী ১১ মে তিনি মুম্বই থেকে ইসরায়েলে ফিরবেন বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us