ইসরায়েলে প্রচুর বিনিয়োগ করতে পারবে ভারত ! ভারত-ইসরায়েল সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করলেন অর্থনীতিবিদ শামুয়েল আব্রামজন

কি বললেন ইসরায়েলি অর্থনীতিবিদ ?

author-image
Debjit Biswas
New Update
a

নিজস্ব সংবাদদাতা : ভারতের কাছে ইসরায়েলে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে, বিশেষ করে পরিকাঠামো খাতে, আজ এমনটাই দাবি করলেন ইসরায়েলের অর্থ মন্ত্রকের প্রধান অর্থনীতিবিদ শামুয়েল আব্রামজন। তিনি বলেন,''হাইফা বন্দরে আদানি গ্রূপের বিনিয়োগ একটি বড় পদক্ষেপ, এবং আমরা এই বিষয়ে অত্যন্ত উৎসাহিত। ইসরায়েলের পরিকাঠামোতে ভারতীয় কোম্পানিগুলির বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে।''

israel

এরপর তিনি বলেন,''ইসরায়েল একটি ছোট দেশ। এটি কোনও উৎপাদন কেন্দ্র নয়। আর ভারত ইতিমধ্যেই একটি উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। ইসরায়েলি প্রযুক্তি এবং উদ্ভাবনের সঙ্গে ভারতের এই সংমিশ্রণ একটি দারুণ সমন্বয় তৈরী করবে।"