প্রেসিডেন্টিয়াল প্যালেসের কাছে বিস্ফোরণ, এবার ইয়েমেনে ভয়াবহ হামলা ইসরায়েলের

হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে ভয়াবহ হামলা ইসরায়েলের।

author-image
Tamalika Chakraborty
New Update
israel attacks houthi

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের বিমান হামলা ইয়েমেনের রাজধানী সানা-তে রবিবার বিস্তৃত ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এটি ঘটেছে হুথি বিদ্রোহীরা সম্প্রতি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েকদিনের মধ্যেই। হুথি মিডিয়া অফিস জানিয়েছে, হামলায় সানার বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞ হয়েছে, যার মধ্যে বিদ্যুৎকেন্দ্র ও গ্যাস স্টেশনও রয়েছে।

নাগরিকরা বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের উচ্চ শব্দ শুনেছেন, এমনকি প্রেসিডেন্টিয়াল প্যালেসের আশেপাশেও। শনিবারের হামলা ইসরায়েলের পক্ষ থেকে তৎক্ষণাৎ নিশ্চিত করা হয়নি।

israel huthi

ইরান সমর্থিত হুথিরা গত ২২ মাস ধরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে এবং রেড সাগরে জাহাজগুলোকে লক্ষ্য করছে। তারা বলছে, গাজা স্ট্রিপে ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিতে গিয়ে এই হামলা চালাচ্ছে।

সানার বাসিন্দারা জানান, তারা একটি বন্ধ সামরিক একাডেমি ও প্রেসিডেন্টিয়াল প্যালেসের কাছে বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। এছাড়াও, তারা সাবিন স্কোয়ারের কাছাকাছি ধোঁয়ার স্তম্ভ দেখতে পেয়েছেন, যা রাজধানীর কেন্দ্রীয় মিলনস্থল।