/anm-bengali/media/media_files/2024/10/22/W0ooCW2yiAQEhYrszklz.jpg)
নিজস্ব সংবাদদাতা: গাজার পর লেবাননে ইজরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে। মঙ্গলবার ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলিতে দুটি বহুতল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, লেবাননের রাজধানী দক্ষিণে ঘোবেইরি পাড়ার ভবনগুলোর ওপর দিয়ে একাধিক বিমানকে অবিরাম যাতায়াত করছে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই ভবনগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা হয়। কয়েক সেকেন্ডের মধ্যএ ভবনগুলো মাটিতে মিশে যায়। ভিডিওটি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। যার জেরে বিশ্বের সাধারণ মানুষ কার্যত শিউরে উঠছেন।
মঙ্গলবার ঘোবেইরি এলাকায় অন্তত তিনটি হামলা হয়েছে বলে লেবাননের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে প্রথম হামলা হয় বলে জানা গিয়েছে। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদ্রাই সোশ্যাল মিডিয়ায় ৩০ মিনিটের মধ্যে লেবাননের বহুতলগুলো খালি করার নির্দেশ দেয়। ৩০ মিনিট পরেই বহুতলগুলোতে ইজরায়েল হামলা শুরু করে বলে জানা গিয়েছে। ইজরায়েলের সেনাপ্রধান বলেন, হিজবুল্লার দফতরের একেবারে কাছে এবং এই ভবনগুলোর সঙ্গে হিজবুল্লার যোগ রয়েছে বলে হামলা করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us