নিজস্ব সংবাদদাতা: ইরানের উপর ফের হামলা চালাল ইজরায়েল। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় দফার বিমান হানা চালানো হয়। এই হামলার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।
ইরানের বিভিন্ন জায়গায় একাধিক সামরিক ঘাঁটি, পরমাণু কেন্দ্র এবং কিছু সরকারি আধিকারিকের বাড়ি লক্ষ্য করে ইজরায়েলি বাহিনী এই হামলা চালায় বলে খবর। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানসহ একাধিক জায়গায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সবচেয়ে স্পর্শকাতর এলাকাগুলোর মধ্যে রয়েছে তেহরানের পাস্তুর স্কোয়ার। এই জায়গাটিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-র সরকারি বাসভবন এবং প্রেসিডেন্টের দপ্তর অবস্থিত। সেখানে রাতভর সেনা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল চূড়ান্ত পর্যায়ে।
এই ঘটনার পর গোটা ইরানে চরম সতর্কতা জারি হয়েছে। আন্তর্জাতিক মহলে এই উত্তেজনাকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us