New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য সংগ্রহ করতে আসা ১০ জন সাধারণ মানুষও ছিলেন। এই তথ্য গাজার হাসপাতাল সূত্র মারফত পাওয়া গেছে। শনিবারের এই বিমান হামলায়, গাজার সমুদ্র উপকূলের মুয়াসি এলাকায় একটি তাঁবুতে ৭ জন নিহত হন, যাদের মধ্যে এক ফিলিস্তিনি চিকিৎসক ও তার ৩জন সন্তানও রয়েছেন। এছাড়াও দক্ষিণ গাজার বানী সুহেইলা এলাকায় ৪ জন, ও খান ইউনিসে তিনটি পৃথক হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন।