বড় আকারের সামরিক পদক্ষেপ ! ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ বৈরুতে হিজবুল্লার সেকেন্ড-ইন-কমান্ড নিহত ?

নিহত হলেন কি হিজবুল্লার সেকেন্ড-ইন-কমান্ড ?

author-image
Debjit Biswas
New Update
israel air strike.jpg

নিজস্ব সংবাদদাতা : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক নেতৃত্বের উপর বড় ধরনের আঘাত হানতে আজ রবিবার দক্ষিণ বেইরুটে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (IDF)। গত জুনের শুরুর পর রাজধানী বেইরুটের উপকণ্ঠে এটি প্রথম ইসরায়েলি বিমান হামলা। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে, IDF বেইরুটের কেন্দ্রে হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহর চিফ অফ স্টাফ, যিনি সংগঠনটির সামরিক শক্তি বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের প্রচেষ্টার নেতৃত্ব দিতেন।

air strike.jpg

সিএনএন-কে দেওয়া এক ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই হামলার মূল লক্ষ্য ছিলেন হেইথাম আলি তাবাতাবাই (Haytham Ali Tabatabai), যিনি কার্যকরভাবে হিজবুল্লাহর সেকেন্ড-ইন-কমান্ড বা ডি-ফ্যাক্টো সামরিক প্রধান।

এই হামলার পর আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েলি সূত্র জানিয়েছে, হামলার ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে এবং তাবাতাবাই নিহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।