নিজস্ব সংবাদদাতা: গাজার খান ইউনিস এলাকা থেকে উদ্ধার করা হল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত দুই ইজরায়েলি-আমেরিকান নাগরিকের মৃতদেহ। ইজরায়েলি সেনাবাহিনী এবং সিক্রেট সার্ভিস শিন বেট-এর যৌথ বিশেষ অভিযানে উদ্ধার করা হয় জুডিথ ওয়েনস্টাইন ও গাদ হাগাই-এর দেহ।
এই দম্পতি থাকতেন গাজার সীমান্তের কাছে অবস্থিত কিবুত্জ নির ওজ-এ। ৭ অক্টোবর সকালের তাঁদের উপর হামলা চালায় হামাসের জঙ্গিরা। গাদ হাগাই (৭২) একজন অবসরপ্রাপ্ত শেফ ও জ্যাজ সংগীতশিল্পী ছিলেন। জুডিথ (৭০) ছিলেন শিক্ষক। তিনি নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন এবং ইজরায়েলি ও আমেরিকান পাসপোর্টের পাশাপাশি কানাডিয়ান নাগরিকত্বও ধারণ করতেন।
/anm-bengali/media/media_files/2025/03/26/QC5RWBfoOUv62ezuwv7I.jpg)
কিবুত্জ কর্তৃপক্ষ ২০২৩ সালের ডিসেম্বরেই তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল। তবে মৃতদেহ উদ্ধার হল এবারই। এই দম্পতির চার সন্তান ও সাতজন নাতি-নাতনি রয়েছে। তাঁদের কন্যা আইরিস হাগাই লিনিয়াডো সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান, এবং ইজরায়েল ও আমেরিকার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, এখনও আটক থাকা বাকি ৫৬ জন বন্দির মুক্তির দাবিও তোলেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us