নিজস্ব সংবাদদাতা: সরকারিভাবে না হলেও ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের কিছু কিছু জায়গায় জারি হচ্ছে ইসলামি শরিয়া শাসন। বাংলাদেশের কোন ও এক জায়গার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকিং করে ঘোষণা করছে যে বাজারে মহিলাদের যাওয়া নিষিদ্ধ করা হল। দোকানদারদের সতর্ক করে দিয়ে বলে দেওয়া হয়েছে যে তারা যেন কোনও মহিলাকে মালপত্র বিক্রি না করে।
ইংরাজি সাপ্তাহিক পত্রিকা ব্লিটজের সম্পাদক শোয়েব চৌধুরী এই ঘটনার জন্য বারাক হুসেন ওবামা,জো বাইডেন ও কুখ্যাত উদ্যোগপতি জর্জ সোরসকে দায়ী করেছেন। তিনিই শেয়ার করেছেন ভিডিওটি। তিনি লিখেছেন, ট্রাম্প-বিদ্বেষী মুহাম্মদ ইউনূস #বাংলাদেশকে #খিলাফতে পরিণত করছেন! ভিডিওতে দেখা যাচ্ছে, ইসলামপন্থীরা খোলাখুলিভাবে মেয়ে ও মহিলাদের যেকোনো বাজারে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করছে। পরিস্থিতি অত্যন্ত গুরুতর, যার জন্য ওবামা, ক্লিনটন এবং সোরোস দায়ী।
🚨 #JihadAlert: Trump-hater Muhammad Yunus is turning #Bangladesh into a #Caliphate! In the video, Islamists are openly declaring ban on girls and women from visiting any market. Situation is extremely grave, for which Obama, Clintons and Soros are responsible.
— Salah Uddin Shoaib Choudhury (@salah_shoaib) December 3, 2024
@TrumpUpdateHQpic.twitter.com/fEe9xMbhKf
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us