New Update
/anm-bengali/media/media_files/2024/10/22/yVaiObHwjrpQoGS0Ew97.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ, ইরানের বিভিন্ন জায়গায় অবস্থিত একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা স্বীকার করে নিল ইসরায়েলি সেনাবাহিনী। এই বিষয়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (IDF) এক বিবৃতিতে জানায়, “এই হামলায় মূলত তেহরান এলাকায় অবস্থিত,ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলিতে আঘাত হানা হয়েছে। এই সব জায়গাগুলিই ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের মূল কারিগরি ঘাঁটি ছিল।” এছাড়াও ইসরায়েলি ডিফেন্স ফোর্স (IDF) আরও জানায় যে, ''এই অভিযানে মোট ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে।'' অর্থাৎ ইসরায়েলের দাবি অনুযায়ী এই হামলায় মূলত ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, রকেট ইঞ্জিনের অংশ তৈরি কেন্দ্র এবং একটি পরমাণু গবেষণা প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/RXzlTb2s6WZQKRbARpk2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us