পরমাণু যুদ্ধের জন্য তৈরী হচ্ছে রাশিয়া ! পুতিনের নেতৃত্বে সমন্বিত মহড়া চালালো রাশিয়ার পারমাণবিক বাহিনী

পরমাণু মহড়ায় জোর রাশিয়ার।

author-image
Debjit Biswas
New Update
putin  a

নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার সামরিক প্রস্তুতি এবং কমান্ড ক্ষমতা যাচাই করার জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বুধবার রাশিয়ার  পারমাণবিক বাহিনীর একটি সমন্বিত মহড়ার তদারকি করলেন। জল,স্থল এবং আকাশ এই তিনটি ক্ষেত্রের পারমাণবিক বাহিনীই আজ এই  সমন্বিত মহড়ায় অংশগ্রহণ করে। 

এই বিষয়ে ক্রেমলিন একটি বিবৃতিতে জানিয়েছে,''এই মহড়াটি রাশিয়ার সামরিক কমান্ডের প্রস্তুতি এবং অপারেশনাল কর্মীদের বাস্তব দক্ষতা পরীক্ষা করার লক্ষ্যে করা হয়েছিল।''

এই মহড়ায় রাশিয়ার পারমাণবিক সক্ষমতার মূল তিনটি স্তম্ভের পরীক্ষা চালানো হয়: ১. একটি কসমোড্রোম থেকে ভূমিভিত্তিক "ইয়ারস" (Yars) আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) উৎক্ষেপণ করা হয়। ২. ব্যারেন্টস সাগরে মোতায়েন একটি পারমাণবিক সাবমেরিন থেকে "সিনেভা" (Sineva) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে নিক্ষেপ করা হয়। ৩. কৌশলগত বোমারু বিমান (strategic bombers) থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

Putin

ক্রেমলিনের এই বিবৃতিতে আরও বলা হয়েছে, "এই মহড়ার সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।"

রাশিয়ার এই মহড়ার ফলে ইতিমধ্যেই শঙ্কিত হয়েছে পশ্চিমা দেশগুলি। তাহলে কি পরমাণু যুদ্ধের জন্য তৈরী হচ্ছে রাশিয়া ? সকলের নজর এখন সেই দিকেই।