কাশ্মীর সমস্যার সমাধান হবে ট্রাম্পের হাত ধরে? প্রেসিডেন্ট নিজেই দিলেন আভাস

'উভয় দেশের সাথেই বাণিজ্য বৃদ্ধি করতে যাচ্ছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Trump

File Picture

নিজস্ব সংবাদদাতা: শনিবার তাঁর দৌলতেই নাকি ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি করেছিল। অন্তত নিজের বার্তায় এমনটাই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই পর্বের মাত্র ৩ ঘণ্টা পরই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ফের অশান্ত হয়ে ওঠে ভূ-স্বর্গ। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভারতের কড়া বার্তার পরই গোলাবর্ষণ বন্ধ করে দেয় পাকিস্তান। এবার ফের একবার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

GqpAUqGXkAA_beS

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন নিজের পোস্টে লেখেন, “আমি ভারত ও পাকিস্তানের শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য অত্যন্ত গর্বিত। আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। আলোচনা না হলেও, আমি এই মহান উভয় দেশের সাথেই বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে যাচ্ছি। উপরন্তু, আমি আপনাদের দুজনের সাথেই কাজ করব যাতে দেখা যায়, "হাজার বছর পর" কাশ্মীরের বিষয়ে কোনও সমাধানে পৌঁছানো যায় কিনা”।