তুরস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান ইরাকের

ইরাকের উত্তরাঞ্চলের সুলাইমানিয়া বিমানবন্দরে গোলাবর্ষণের ঘটনায় তুরস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ইরাক বলেছে, তুরস্ক সরকারকে অবশ্যই ইরাকের মাটিতে শত্রুতা বন্ধ করতে হবে।

New Update
ii

নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের উত্তরাঞ্চলের সুলাইমানিয়া বিমানবন্দরে গোলাবর্ষণের ঘটনায় তুরস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ইরাক বলেছে, তুরস্ক সরকারকে অবশ্যই ইরাকের মাটিতে শত্রুতা বন্ধ করতে হবে। ইরাকি প্রেসিডেন্সি এক বিবৃতিতে বলেছে, 'ইরাকের মাটিতে তাদের শত্রু শক্তি রয়ে গেছে এই অজুহাতে বেসামরিক নাগরিকদের ভয় দেখানোর পদ্ধতি অব্যাহত রাখার কোনো আইনি যৌক্তিকতা তুরস্কের নেই।' কুর্দি আঞ্চলিক সরকারের (কেআরজি) বৈদেশিক মিডিয়া বিষয়ক প্রধান লওক গাফুরি বলেন,  'সুলাইমানিয়া বিমানবন্দরের আশেপাশে একটি ড্রোন হামলা চালানো হয়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা বিলম্ব বা ফ্লাইট স্থগিত করা হয়নি।' কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গীদের তৎপরতা জোরদারের কারণে সুলাইমানিয়া থেকে আসা-যাওয়া বিমানের জন্য তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেওয়ার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটে।