BREAKING: নিহত ইরানের কুদস ফোর্সের সেকেন্ড কমান্ডার বেহনাম শাহরিয়ারি ! ফের বড় সাফল্য পেল ইসরায়েল

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলের টার্গেটেড স্ট্রাইকে এবার নিহত হলেন ইরানের কুদস ফোর্সের সেকেন্ড কমান্ডার বেহনাম শাহরিয়ারি। আজ এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী (IDF) জানিয়েছে, তারা ইরানের কুদস ফোর্সের অন্যতম শীর্ষ কমান্ডার বেহনাম শাহরিয়ারিকে হত্যা করেছে। আজ শনিবার এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী (IDF) এক বিবৃতিতে জানায়, ''পশ্চিম ইরানে একটি গাড়িতে সফর করার সময় ইসরায়েলি বিমান বাহিনী শাহরিয়ারিকে লক্ষ্য করে আঘাত হানে। এই হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।'' এই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে,''শাহরিয়ারি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের মদদপুষ্ট গোষ্ঠীগুলির কাছে, অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন জঙ্গি সংগঠনকে একত্রিত করার বিষয়ে কাজ করছিলেন।'' বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকছেই।

Israel