/anm-bengali/media/media_files/2025/09/22/iran-nuclear-chief-2025-09-22-19-22-34.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি সোমবার মস্কো পৌঁছেছেন গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তার এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন জাতিসংঘ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা, তা নিয়ে জোর আলোচনা চলছে।
গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট দেন। প্রস্তাবটি ছিল ইরানের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে। রাশিয়া ও চীন প্রস্তাবের সমর্থন করলেও ইউরোপের বড় তিন শক্তি—ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি—এটি বাধা দেয়। তাদের অভিযোগ, ইরান ২০১৫ সালে হওয়া আন্তর্জাতিক পরমাণু চুক্তি মানছে না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
২০১৫ সালের সেই চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তবে ইরান বারবারই দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়। রাশিয়াও ইরানের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে।
জাতিসংঘের এই টানাপোড়েনের মাঝেই ইসলামির মস্কো সফর নতুন কূটনৈতিক ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়—রাশিয়ার সঙ্গে ইরানের এই ঘনিষ্ঠতা পশ্চিমা দেশগুলোর বিরোধিতা আরও বাড়াবে নাকি নতুন কোনো সমঝোতার রাস্তা খুলে দেবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us