কাশ্মীর নিয়ে কাকুতি-মিনতি পাকিস্তানের, নিরপেক্ষ ভূমিকা নিল ইরান

কাশ্মীর নিয়ে নিরপেক্ষ ভূমিকা নিল ইরান।

author-image
Tamalika Chakraborty
New Update
iran pakistan

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীর ইস্যুতে আবারও কূটনৈতিক ধাক্কা খেল পাকিস্তান। এবার ইরান স্পষ্ট জানিয়ে দিল, তারা কোনও পক্ষ নেবে না। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীর ইস্যুতে সমর্থন আদায়ের উদ্দেশ্যে ইরান সফরে গেলেও, ইরানের নতুন রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দেন।

shabaz sharif and asim munir

এক যৌথ সাংবাদিক সম্মেলনে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, “আমরা আলোচনার জন্য প্রস্তুত, প্রতিবেশী দেশের সঙ্গে শান্তির স্বার্থে। আমরা জলের সমস্যা, সন্ত্রাস দমন, এমনকি বাণিজ্যের ক্ষেত্রেও আলোচনায় বসতে রাজি। আমরা চেয়েছি শান্তি, চাই শান্তি এবং আলোচনার মাধ্যমে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করব। যদি ভারত আমার এই শান্তির আহ্বান গ্রহণ করে, তাহলে প্রমাণ হবে আমরাই সত্যিকারের শান্তিকামী।”

তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইরানের এই অবস্থান পাকিস্তানের কাশ্মীর কূটনীতির ক্ষেত্রে বড় ধাক্কা।