/anm-bengali/media/media_files/2025/06/29/iran-israel-confluct-a-2025-06-29-21-56-24.jpg)
নিজস্ব সংবাদদাতা: টানা উত্তেজনার পর এবার এক বড় সিদ্ধান্ত নিল ইরান। ইজরায়েলের বিস্ফোরক এয়ারস্ট্রাইকের জেরে সাময়িকভাবে বন্ধ থাকা ইরানের আকাশপথ অবশেষে আবার খুলে দেওয়া হল। দেশটির সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশীয় ও আন্তর্জাতিক—দুই ক্ষেত্রেই ফের চালু করা হয়েছে ইরানের আকাশসীমা।
গত ১৩ জুন ইজরায়েল যখন ইরানে একাধিক বিমান হামলা চালায়, তখনই নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল ইরানের আকাশসীমা। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হতেই এবার সকাল ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটগুলিকে অনুমতি দেওয়া হয়েছে ইরানের উপর দিয়ে চলাচলের।
এই সময়সীমার মধ্যে আন্তর্জাতিক উড়ানগুলি নিরাপদে ইরানের আকাশ ব্যবহার করতে পারবে। শুধু তাই নয়, ইরানের রাজধানী তেহরানের দুই গুরুত্বপূর্ণ বিমানবন্দর—মেহরাবাদ এবং ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও, দেশের উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণের বিমানবন্দরগুলিও আবার চালু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা IRNA।
এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বিমাবহনের স্বস্তি ফেরার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনার আবহে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছে ইরান।