পারমাণবিক আলোচনায় হতাশ ইরান, ভাবনায় ‘প্ল্যান বি’

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় হতাশ ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে মতবিরোধ চরমে। ইরান ভাবছে বিকল্প পরিকল্পনার কথা, জানালেন শীর্ষ সংসদ সদস্য।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা আলোচনায় খুব একটা আশাবাদী নয় ইরান। দেশের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি জানান, প্রতিটি আলোচনার পর ইরান আরও বেশি হতাশ হচ্ছে। মূল সমস্যা হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। আমেরিকা যেখানে শতভাগ সমৃদ্ধকরণ বন্ধ চাইছে, সেখানে ইরান কোনও অবস্থাতেই তা মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছে।

রেজায়ি বলেন, “আলোচনার ফল খুব একটা আশাব্যঞ্জক নয়। তাই আমরা ‘প্ল্যান বি’-এর প্রস্তুতি নিচ্ছি।” যদিও এই বিকল্প পরিকল্পনা কী, তা খোলসা করেননি তিনি। এই মন্তব্য এসেছে রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার ঠিক পরদিন।

Trump

এদিকে, ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আলোচনা গঠনমূলকভাবেই এগোচ্ছে এবং দুই পক্ষই আবার আলোচনায় বসতে রাজি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও স্পষ্ট জানানো হয়েছে— “সমৃদ্ধকরণ এক শতাংশও মেনে নেওয়া যাবে না, কারণ এটাই অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে।”রেজায়ির কথায়, “যদি আমেরিকার পক্ষ থেকে এসব কথাই সত্যি হয়, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি— এই আলোচনা ব্যর্থ হবেই।”