BREAKING: যুক্তরাষ্ট্র ও ইউরোপে জঙ্গি হামলা চালাতে পারে ইরানের স্লীপার সেল ! বড় আশঙ্কার কথা প্রকাশ করলেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করে এক বড়মাপের হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এবার এই বিষয়েই এক বড় আশঙ্কার কথা প্রকাশ করলেন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপে তাদের "স্লিপার সেল" বা ঘুমন্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সক্রিয় করে তুলতে পারে। এই বিষয়ে তিনি বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে এরকম বড়সড় সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন এসব ঝুঁকি নিশ্চয়ই তিনি বিবেচনা করেছিলেন।”

LASHKAR

এই বিষয়ে এক সাক্ষাৎকারে পম্পেও বলেন, “আমাদের এফবিআই (FBI) ভালো কাজ করছে। তবে ইরান বহু বছর ধরেই  আমেরিকার ভিতরে ও ইউরোপে, যেমন প্যারিস ও ব্রাসেলসে, প্রাক্তন মার্কিন কর্মকর্তাদের হত্যা করার পরিকল্পনা করে আসছে।” এরপর তিনি বলেন, ''এসব ঘটনার পেছনে ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে পারে। তাই এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সতর্ক থাকতে হবে।''