হিজাব না পরায় বিপদে আয়োজকরা! ইরানে ম্যারাথন হয়ে উঠল রাজনৈতিক ইস্যু

ইরানে হিজাব ছাড়াই মহিলাদের ম্যারাথনে অংশগ্রহণের অভিযোগে দুই আয়োজক গ্রেপ্তার। কিশ দ্বীপে দৌড় প্রতিযোগিতা ঘিরে তীব্র বিতর্ক।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2


নিজস্ব সংবাদদাতা: ইরানে হিজাব ছাড়াই মহিলাদের ম্যারাথনে দৌড়তে দেওয়া হয়েছে—এই অভিযোগে দুই আয়োজককে গ্রেপ্তার করেছে প্রশাসন। কিশ দ্বীপে হওয়া এই প্রতিযোগিতার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়। ছবিতে দেখা যায়, কিছু মহিলা প্রতিযোগী মাথায় কোনও হিজাব বা কাপড় না দিয়েই দৌড়চ্ছেন। এরপর স্থানীয় প্রসিকিউটর জানান, এই অনুষ্ঠান আয়োজন করা নিজেই “সামাজিক শালীনতার লঙ্ঘন”।

ইরানের বিচার বিভাগের মিডিয়া মিজান জানায়, গ্রেপ্তার হওয়া দু’জনের মধ্যে একজন কিশ ফ্রি জোনের কর্মকর্তা এবং অন্যজন বেসরকারি সংস্থার কর্মী, যারা ম্যারাথন আয়োজন করেছিল। অভিযোগ, আগেই হিজাব-সংক্রান্ত নিয়ম মানার জন্য সতর্ক করা হয়েছিল আয়োজকদের। কিন্তু সতর্কতা উপেক্ষা করেই অনুষ্ঠানের আয়োজন হয় এবং তা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে।

iran

এই ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। জানা গেছে, ম্যারাথনে প্রায় ২ হাজার মহিলা এবং ৩ হাজার পুরুষ আলাদা ভাবে অংশ নিয়েছিলেন।

এই ঘটনার পর কিশ দ্বীপে উত্তেজনা তৈরি হয়েছে এবং সামাজিকমাধ্যমে ইরানের মহিলাদের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।