BREAKING: ইসরায়েলের হাসপাতালে হামলা চালালো অমানবিক ইরান !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
iran israel

নিজস্ব সংবাদদাতা : আজ সকালে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে মিসাইল আক্রমণ শুরু করে ইরান। আর ইরানের এই মিসাইল আক্রমণের ফলে এবার ইসরায়েলের দক্ষিণে বেয়ার-শেভা শহরের সোরোকা হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আজ এই খবরের সত্যতা স্বীকার করেন ইসরায়েলের সোরোকা মেডিক্যাল সেন্টারের মুখপাত্র। তিনি বলেন,''আমরা বর্তমানে হাসপাতালের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি ও আহতদের শারীরিক অবস্থার মূল্যায়ন করছি। ইরানের এই আক্রমণে আমাদের শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে।” এরপর হাসপাতালের মুখপাত্র আরও বলেন, ''সকলকেই এখন হাসপাতালে না আসার অনুরোধ করা হচ্ছে।”

IRAN ISRAEL