BREAKING: তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করল ইরান !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলি হামলার পর এবার রাজধানী তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করলো ইরান। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়ে একটি NOTAM (Notice to Airmen) জারি করা হয়েছে। নোটাম (NOTAM) হলো একটি বিশেষ সতর্কবার্তা, যা যেকোনও উড়ান শুরুর আগে সকল পাইলটের পড়ে নেওয়া  বাধ্যতামূলক। এটি সাধারণত কোনও জরুরি অবস্থা বা নিরাপত্তাজনিত কারণে জারি করা হয়। তেহরানের আকাশসীমা বন্ধ হওয়ায় ওই অঞ্চলের সমস্ত ধরনের বাণিজ্যিক ও সামরিক বিমান চলাচল, সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

War