/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্তে জার্মানির সমালোচনার জবাবে ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তেহরান বার্লিনকে “দুরভিসন্ধিপূর্ণ” আখ্যা দিয়ে জানায়, তারা পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি (NPT)-তে অটল রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জার্মানির মন্তব্য অযাচিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইরান বারবার দাবি করেছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বিবৃতি মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
Iran has affirmed its commitment to the nuclear non-proliferation treaty, as it accused Germany of "malice" over its criticism of Tehran's decision to suspend cooperation with the UN nuclear watchdog. https://t.co/mYKgMR5GVApic.twitter.com/jyuQanRWns
— AFP News Agency (@AFP) July 3, 2025