এক সপ্তাহের বৃষ্টির পর মৃত্যু-সুনামি! ইন্দোনেশিয়ায় মৃত ২৪৮, নিখোঁজ শতাধিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর মৃত ২৪৮, নিখোঁজ শতাধিক। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটে ব্যাহত উদ্ধারকাজ, আকাশপথে ত্রাণ পৌঁছচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
indonesia aa

নিজস্ব সংবাদদাতা:  ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর উদ্ধারকাজ কার্যত যুদ্ধের সঙ্গে লড়াই হয়ে উঠেছে। শনিবারও বহু দুর্গত এলাকায় পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ভেঙে পড়া সেতু ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত সরকারি হিসেবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ জনে। নিখোঁজ রয়েছেন অন্তত ১০০ জনেরও বেশি। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

dead

উত্তর সুমাত্রার সেন্ট্রাল তাপনুলি সহ আশপাশের একাধিক এলাকায় বিমান মারফত ত্রাণ ও জরুরি সামগ্রী পাঠানো হচ্ছে। কারণ বহু এলাকা এখনও পুরোপুরি বিচ্ছিন্ন। ভারী যন্ত্রপাতির অভাব উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর।

গত এক সপ্তাহ ধরে উত্তর সুমাত্রা জুড়ে প্রবল বর্ষণে নদীগুলি বাঁধ ভেঙে উপচে পড়ে। পাহাড়ি গ্রামগুলির উপর দিয়ে ধেয়ে আসে জল, ভেসে যায় বহু মানুষ। হাজার হাজার বাড়ি ও সরকারি-বেসরকারি ভবন জলের তলায় ডুবে গিয়েছে। এখনও বহু মানুষ আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে। গোটা এলাকায় শোক, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে জীবন।