/anm-bengali/media/media_files/2025/07/02/screenshot-2025-07-02-pm-2025-07-02-23-54-42.png)
নিজস্ব সংবাদদাতা: বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থানকে “অধিক নৈতিক ও নীতিনিষ্ঠ” হিসেবে বর্ণনা করেছেন। ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অনেক দেশই যখন অন্য দেশের ভূখণ্ডে সন্ত্রাসবাদী হামলা হয়, তখন নির্লিপ্ত থাকে, অথচ নিজেরা আক্রান্ত হলে সরব হয়। “এটি সত্য যে অনেক সময় বিভিন্ন দেশ অন্য দেশের সন্ত্রাসবাদ আক্রান্ত হওয়ার ঘটনায় অবস্থান নেয় না, যতটা তারা নিজের দেশে হলে নিত। সেই দিক থেকে দেখলে ভারত বরং অনেক বেশি নৈতিকভাবে স্থির থেকেছে,” বলেন জয়শঙ্কর।
/anm-bengali/media/post_attachments/6490033c-ba6.png)
তিনি আরও বলেন, “ভারতের বাইরে সন্ত্রাসী হামলা হলেও আমরা সেই একই অবস্থান বজায় রেখেছি, যেটা আমরা নিজের দেশে ঘটলে নিয়ে থাকি। কিন্তু অনেক দেশই সেটা করছে না, বা যথেষ্ট করছে না। কূটনীতির একটা দায়িত্ব হলো তাদের উৎসাহ দেওয়া, বোঝানো, অনুপ্রাণিত করা যে তারা যেন এই ধরনের স্পষ্ট অবস্থান নেয়।” জয়শঙ্কর বলেন, তাই আন্তর্জাতিক মঞ্চে ভারত চায় অন্য দেশগুলোকে সঙ্গে নিয়ে এগোতে এবং সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে তাদের সক্রিয়ভাবে যুক্ত করতে। “এই কারণেই আমাদের কথা বলা জরুরি, এবং এ কারণেই তাদের পাশে টেনে নেওয়া প্রয়োজন,” মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও নিরপেক্ষ আন্তর্জাতিক অবস্থানকে তুলে ধরে।
#WATCH | Washington, DC | EAM Dr S Jaishankar says, "It is a fact that often countries do not take a position when some other countries are victims of terrorism, which they would do when they themselves are. In that respect honestly, we have been much more consistent and… pic.twitter.com/mSvBOv0YNP
— ANI (@ANI) July 2, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us