ভারতীয় যুবককে নিশানা করে বর্ণবিদ্বেষ! আর্জেন্টিনার সাধারণ মানুষ দেখালেন মানবতার মুখ

আর্জেন্টিনায় এক ভারতীয় যুবক বর্ণবিদ্বেষী মন্তব্যের মুখে পড়লেও স্থানীয়দের সমর্থনে বদলে যায় পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় মানবতার অনন্য উদাহরণ।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা:  আর্জেন্টিনায় এক ভারতীয় যুবককে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী মন্তব্যের ঘটনা ঘিরে নেট দুনিয়ায় তৈরি হল উল্টো স্রোত। ট্রোলিংয়ের মাঝেই স্থানীয় আর্জেন্টিনীয়রা সামনে এসে তাঁর পাশে দাঁড়ানোয় পরিস্থিতি দ্রুত বদলে যায়।

EFDevcon অনুষ্ঠানে যোগ দিতে কয়েকদিন আগে আর্জেন্টিনায় পৌঁছান ওই ভারতীয় যুবক। দেশটিতে পৌঁছে তিনি এক্সে লিখেছিলেন, “আর্জেন্টিনা, আমি এখানে। বন্ধুরা, চলুন দেখা করি EFDevcon-এর আগে।” এই সরল অভিবাদনের জবাবেই কিছু ব্যবহারকারী ছুড়ে দেন বর্ণবাদী, ঘৃণায় ভরা মন্তব্য।

কিন্তু বেশিক্ষণ সেই হেট ছড়াতে পারেনি। মুহূর্তে বহু আর্জেন্টিনীয় এগিয়ে এসে তাঁকে স্বাগত জানান এবং বর্ণবিদ্বেষীদের কড়া ভাষায় ধাওয়া দেন। তাঁদের ইতিবাচক প্রতিক্রিয়া ওই ভারতীয় যুবকের মনোবল বাড়িয়ে তোলে, ট্রোলদের আওয়াজ মিলিয়ে যায় ভালোবাসার শব্দে।

একজন আর্জেন্টিনীয় ব্যবহারকারী মেরু লেখেন, “একজন ভারতীয় ভদ্রলোক আর্জেন্টিনায় এসে সবাইকে শুধু অভিবাদন জানালেন। অথচ তাঁকে বর্ণবাদী ট্রোলিংয়ের মুখে পড়তে হলো। কিন্তু প্রকৃত আর্জেন্টিনীয়রা এগিয়ে এলেন। তাঁরা ঘৃণাকে মানুষের উষ্ণতায় ঢেকে দিলেন।”

indian tourists

ঘটনাটি সোশ্যাল মিডিয়া সংস্কৃতি নিয়েই নতুন আলোচনা শুরু করেছে— একটি সাধারণ শুভেচ্ছাবার্তাও কীভাবে হেট ছড়াতে পারে, আবার একই প্ল্যাটফর্ম কীভাবে এক মুহূর্তে মানবতার প্রমাণও দিতে পারে।

একজন স্থানীয় ব্যবহারকারী মন্তব্য করেন, “থিরু, আর্জেন্টিনায় স্বাগতম! এখানে থাকা, কাজ করা, তৈরি করা— সবই দারুণ অভিজ্ঞতা। আশা করি দেশটি আপনাকে ভালো লাগবে।”

এভাবেই ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা জিতে গেল— আর্জেন্টিনায় এক ভারতীয় অতিথিকে ঘিরে মানবতার উজ্জ্বল মুহূর্ত তৈরি হল।