নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলি বায়ুসেনা শুক্রবার জানিয়েছে, তারা একটি ইরানীয় ড্রোন তাদের আকাশসীমায় ঢুকে পড়ার পর সেটিকে প্রতিহত করেছে অত্যাধুনিক ‘বারাক’ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে।
এই বারাক প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI)-এর যৌথ উদ্ভাবন। এটি মূলত আকাশপথে আসা যেকোনও ধরণের হুমকি—যেমন ড্রোন, ক্রুজ মিসাইল, বা অন্যান্য আকাশচালিত অস্ত্র—রোধ করার জন্যই তৈরি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে চালানো একটি ইউএভি (Unmanned Aerial Vehicle) ইসরায়েলের আকাশে ঢুকে পড়ে, ঠিক সেই সময় বারাক সিস্টেম দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ড্রোনটিকে মাঝ আকাশেই ধ্বংস করে।
এই ঘটনা আবারও প্রমাণ করল যে ভারত ও ইসরায়েলের যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কতটা সফল এবং কার্যকর। দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে যখন সুরক্ষা ও আকাশ প্রতিরক্ষার বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন এমন প্রযুক্তিগত অর্জন দুই দেশকেই বাড়তি সুরক্ষা দিচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us