পুরোপুরি বন্ধ হয়নি তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত ! নিজের দাবিকে ফের নিজেই ওড়ালেন ট্রাম্প

ফের নিজের দাবি নিজেই উড়িয়ে দিলেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
Modi trump

নিজস্ব সংবাদদাতা : আজ হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপন করার পরেই ফের একবার সাংবাদিকদের সামনে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে নিজের  গভীর বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণভাবে বন্ধ দেবে। তবে আজ ট্রাম্প দাবি করেন যে পুরোপুরি বন্ধ না করলেও রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমান উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে ভারত। তিনি বলেন,''আমি ভারতের জনগণকে খুবই ভালোবাসি। আমরা আমাদের এই দুটি মহান দেশের মধ্যে বেশকিছু দুর্দান্ত চুক্তি নিয়েও কাজ করছি। আমি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছি এবং এটা নিশ্চিত করে দিতে চাই যে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে।"

modi putin


এরপর রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে তিনি বলেন,''নরেন্দ্র মোদি আমায় বলেছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে আর খুব বেশি তেল কিনবে না। তিনিও আমার মতোই চান যে এই যুদ্ধ শেষ হোক। তিনি মন থেকে চান যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার এই যুদ্ধ শেষ হোক। তাই ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমান অনেক কমিয়ে দিয়েছে।  খুব শীঘ্রই তারা এটি আরও কমাতে চলেছে।''